২০২৩-০৯-১৪ ১৩:১৪:৫৫ / Print
কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে। সেই স্বল্পতা দূর করতে নানাভাবে কাজ করছি। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু পাহাড় নয়, হাওর-চর এসব এলাকায় শিক্ষক স্বল্পতা রয়েছে। এটা বাস্তবতা। সে বাস্তবতাকে মেনে নিয়েই আমরা কাজ করছি। প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। এটা শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ জানে। সম্প্রতি জি-২০ সামিটে প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা যেভাবে দেশে আসছে, সবকিছু মিলিয়ে কি মনে হয়? কোথায় কোন পত্রিকায় কে কী বললো তাতে কিছু যায় আসে না।
মন্ত্রী বলেন,আমরা নির্বাচনমুখী দল, জনগণের রায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি জনগণের কথা রেখেছি। জনগণ আস্থা-বিশ্বাস রেখে আবারও আমাদের সুযোগ দেবে।
এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, বাবুরহার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী ও নারী ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
বিডিশিক্ষা/এফএ