
ঢাকা, রবিবার, ১১ এপ্রিল ২০২১
২০২০-১১-২৮ ১৫:০৯:০০ / Print
আজ শনিবার (২৮ নভেম্বর) হতে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শুরু হলো, ওই সময়ে করা আবেদনের ওপর ভুল সংশোধনের সুযোগ। অনলাইনে করা এ সকল আবেদনে কেউ যদি কোনো ভুল করে থাকেন, তবে তিনি এখন তা সংশোধন করতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, যে সকল প্রার্থী আবেদন ফিস প্রদান করেছেন তারা আজ শনিবার (২৮ নভেম্বর) হতে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তাদের আবেদনের ভুল তথ্যগুলো সংশোধন করতে পারবেন। ডিপিই সূত্রে আরো জানা যায় এবার সহকারী শিক্ষক পদে প্রায় ১৩ লক্ষ চাকুরী প্রত্যাশী আবেদন করেছেন।
অনলাইনে আবেদন করার সময় একাডেমিক সার্টিফিকেট গ্রহণ, বিশ্ববিদ্যালয় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার (লিঙ্গ) নির্বাচনে ভুলসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হন আবেদনকারীরা। বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আবেদনে ভুল সংশোধন করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিপিই।
বিডি-শিক্ষা// আলম