ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

যে কারণে পিটিয়ে হত্যা করা হল স্কুল শিক্ষককে

অনলাইন ডেস্ক

২০২১-০৫-১৮ ১৫:৩৪:০৬ /

ফাইল ছবি


নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় একজন স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে একই এলাকার শান্ত মজুমদারের সঙ্গে স্কুলশিক্ষক কাজলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত উত্তেজিত হয়ে স্কুল শিক্ষক কাজলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।আহতঅবস্থায় হাসপাতালে ভর্তি করলে সোমবার (১৭ মে) ভোর রাতে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়।

নিহত কাজল কৃষ্ণ দাস স্থানীয় ইন্দুরসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানুল্লা গ্রামের লোচন বেপারী বাড়ির বসন্ত কুমার দাসের ছেলে।

এরআগে, রোববার রাতে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত যুবক শান্ত মজুমদারকে (২০) তার নিজ বাড়ি থেকে আটক করে। তিনি উপজেলার সুখচর ইউনিয়নের চর আমানুল্লা গ্রামের খোকন চন্দ্র মজুমদারের ছেলে।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, হাসপাতাল নিহত স্কুলশিক্ষকের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। এরআগে, অভিযুক্ত শান্তকে আটক করে পুলিশ। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম শিক্ষক কাজল কৃষ্ণ দাস হত্যার বিচার চেয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিডি-শিক্ষা/এফএ

বাংলাদেশ পত্রিকার সব খবর জানতে ভিজিট করুন www.bd-shikkha.com

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

 শেরপুরে ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার

শেরপুরে ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার

নালিতাবাড়ীতে বছরের প্রথম দিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে বছরের প্রথম দিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত