ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের তারিখ নির্ধারণ

অনলাইন ডেস্ক

২০২১-০৬-২০ ০০:২৫:০২ /


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চলতি বছরের ২০২০-২১ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২০ জুন রোববার থেকে। এদিন দুপুর ১২টায় অনলাইনে (juniv-admission.org) অবেদন শুরু হয়ে চলবে আগামী ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা:

* ২০১৭ সাল ও তার পরবর্তী বছরগুলোর মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৯ ও ২০২০ উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

* মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

* জিসিই: ২০১৫ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১১ অথবা ২০২০ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তাঁদের ও লেভেল এবং এ লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে ই গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে ঈ গ্রেড থাকতে হবে।

* প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন।


আবেদন ফি:

A, B, C, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা এবং C 1, F, G, H এবং I ইউনিটের প্রতিটির জন্য ৪০০ টাকা (সার্ভিস ফিসহ)।


ভর্তি পরীক্ষার তারিখ:

আবেদনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া পরীক্ষার আগে বিস্তারিত ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিডি-শিক্ষা /এফএ

বাংলাদেশ শিক্ষা/Bdshikkha পত্রিকার সব খবর পেতে ভিজিট করুন www.bd-shikkha.com

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

 একাদশে ভর্তি: সর্বনিম্ন ও সর্বোচ্চ কয়টি কলেজ পছন্দের সুযোগ পাবেন?

একাদশে ভর্তি: সর্বনিম্ন ও সর্বোচ্চ কয়টি কলেজ পছন্দের সুযোগ পাবেন?

মাস্টার্স-পিএইচডি শিক্ষার্থীদের এডিবিতে ইন্টার্নশিপ করার সুযোগ

মাস্টার্স-পিএইচডি শিক্ষার্থীদের এডিবিতে ইন্টার্নশিপ করার সুযোগ

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ