ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

আগামী সপ্তাহ থেকে প্রাথমিকে আরো দুই শ্রেণির পাঠদান শুরু হবে

নিজস্ব প্রতিবেদক

২০২১-০৯-২২ ০০:৫৫:৫৪ /

ফাইল ছবি


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠদান সপ্তাহে দুই দিন করে হবে। এখন এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, আদেশ দিয়ে বিষয়টি জানানো হবে।

গত সোমবার থেকে মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস এক দিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়। তখন থেকেই প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও এক দিন করে বাড়ানোর চিন্তা করা হচ্ছিল।

গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এখন চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। আর অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন করে হয়ে এলেও এখন তা পর্যায়ক্রমে বাড়ছে।

বাংলাদেশ শিক্ষা/এফএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

উপজেলা শিক্ষা কর্মকর্তা(ইউইও) মুন্সী রুহুল আসলাম গ্রেফতার

উপজেলা শিক্ষা কর্মকর্তা(ইউইও) মুন্সী রুহুল আসলাম গ্রেফতার

যে কারণে ২৪৭ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

যে কারণে ২৪৭ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

নবাগত ইউআরসি ইন্সট্রাক্টরকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা

নবাগত ইউআরসি ইন্সট্রাক্টরকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা