ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কালো ব্যাজ ধারণ

নিজস্ব প্রতিবেদক

২০২১-১১-০৬ ১৬:২০:০৪ /

কর্মসূচির ছবি

 

গোপালগঞ্জে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে আজ ৬ নভেম্বর (শনিবার) ঐক্য পরিষদের আহবানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য গোপালগঞ্জে বিদ্যালয় উন্নয়ন কাজের টাকার ভাগ না পেয়ে ২৮ নং উরফি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে দুই’দফায় মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতির লোকজন।

গত ৩ অক্টোবর এবং ৫ অক্টোবর দুই দফায় ওই শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক কোনো বিচার পাননি। উল্টো তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক আনিসুর রহমান বাংলাদেশ শিক্ষাকে বলেন,শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে ও শিক্ষকের মর্যাদা রক্ষার্থে বদ্ধ পরিকর। প্রধান শিক্ষক মনোজ কান্তিকে লাঞ্ছিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। শিক্ষক মর্যাদার জয় হবেই।

বাংলাদেশ শিক্ষা/এফএ

বাংলাদেশ শিক্ষা পত্রিকার সকল খবর পেতে ভিজিট করুন www.bd-shikkha.com

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতির বিষয়ে নতুন সিদ্ধান্ত জানালো প্রাগম সচিব

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতির বিষয়ে নতুন সিদ্ধান্ত জানালো প্রাগম সচিব

প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম শুরু

প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম শুরু

তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষক  নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা