ঢাকা, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

শিক্ষক নিয়োগ পরীক্ষা, শুধুমাত্র যে নম্বর থেকে এসএমএস পাঠানো হবে

নিজস্ব প্রতিবেদক

২০২২-০৪-১৪ ২৩:২২:১৯ /

ফাইল ছবি
আগামী ২২ এপ্রিল থেকে তিন ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের ২০ মে দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপ ৩ জুন অনুষ্ঠিত হবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে পরীক্ষার্থীরা কিভাবে প্রবেশপত্র সংগ্রহ করবেন তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। মন্ত্রণালয় বলছে নিরাপত্তার কথা মাথায় রেখে শুধুমাত্র একটি টেলিটক নম্বর থেকে এসএমএস পাঠাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর সূত্র জানায়, প্রার্থীদের আবেদনে শুধুমাত্র ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর হতে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস প্রেরণ করা হবে। আগামী ২২ এপ্রিল প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য প্রার্থীরা ১৭ এপ্রিল থেকে এই ওয়েবসাইটে ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আবেদনকারীর নিজ নিজ জেলায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন তারিখে কোন জেলা/উপজেলা পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষা হলে প্রার্থীদেরকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশ পত্রে পাওয়া যাবে।

বিডিশিক্ষা// এএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা নিয়ে যা বললেন এনটিআরসিএ

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা নিয়ে যা বললেন এনটিআরসিএ

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা,ঘরে বসেই জানবেন যে ভাবে

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা,ঘরে বসেই জানবেন যে ভাবে

নন–ক্যাডার ৪০তম বিসিএসের ফল প্রকাশ

নন–ক্যাডার ৪০তম বিসিএসের ফল প্রকাশ