
২০২২-০৫-০৯ ২১:০০:৩৪ / Print
আজ সোমবার (৯ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত এ সময়সূচি ঘোষণা করা হয়েছে।
নির্দেশনায় যা বলা হয়েছেঃ
১. এক শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৩.১৫ পর্যন্ত এবং বৃহস্পতিবার ২.২৫ ঘটিকা পর্যন্ত ( ১ম ও ২য় শ্রেণি সকাল ৯.৩০ হতে দুপুর ১.০০ টা পর্যন্ত এবং ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি সকাল ৯.০০ টা হতে বিকাল ৩.১৫ পর্যন্ত) শ্রেণিপাঠদান চলমান থাকবে।
২. দুই শিফট বিশিষ্ট বিদ্যালয় সসূহে শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত এবং বৃহস্পতিবার ২.৩০ পর্যন্ত (১ম ও ২য় শ্রেণি সকাল ৯.০০ টা হতে ১১.৫০ পর্যন্ত এবং ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি সকাল ১১.৩০ হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত) শ্রেণি পাঠদান চলমান থাকবে।
৩. এক শিফট বিশিষ্ট বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের শ্রেণি কার্যক্রম শনিবার হতে বৃহস্পতিবার সকাল ৯.৩০ হতে ১২.০০ টা পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়ে সকাল ৯.০০ টা হতে ১১.৩০ পর্যন্ত চলমান থাকবে।
৪. এক শিফট বিশিষ্ট বিদ্যালয়ে দৈনিক সমাবেশ সকাল ৯.০০ টা হতে ৯.২৫ পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়ে দৈনিক সমাবেশ ১১.৩০ হতে ১১.৫০ পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালনা করতে হবে।
৫. প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত অগ্রাধিকার দিয়ে শ্রেণিরুটিন প্রণয়ন করে সহকারি উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন গ্রহণ করবেন।
৬. ঢাকা মহানগরীর জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের ২৯.০১.২০১৯ তারিখের এ সংক্রান্ত পত্র অনুসরণ করতে হবে।
৭. শিখন ঘাটতি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এ সময়সূচি বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
বিডিশিক্ষা// এএ