
২০২২-০৬-১১ ১৭:৩২:৩০ / Print
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাজ্যের হাওড়ায় তুমুল বিক্ষোভ-সহিংসতা চলছে। এসময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করা হয়েছে।
সূত্র জারিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি আজ শনিবার বিক্ষোভে উত্তাল হাওড়া যাওয়ার প্রস্তুতিকালে আটক হয়েছেন।
মহানবী (সা.) সম্পর্কে বিজেপিনেতাদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১০ জন।
বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের সাবেক প্রধান নবীন জিন্দালের মহানবীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ভারতের বহু এলাকায় বিক্ষোভ করছেন মুসলিমরা।
এ ছাড়া আরব দেশগুলোসহ মুসলিম বিশ্বের অনেক দেশই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বক্তব্য দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
বাংলাদেশ শিক্ষা/এফএ