
২০২২-০৬-২১ ২১:২০:০৩ / Print
আজ মঙ্গলবার (২১ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন শাখার পরিচালক যুগ্ম-সচিব মনীষ চাকমা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোডিড-১৯ সংক্রমণ রোধে বিদ্যালয় বন্ধ ঘোষণা করার নিতে বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় ২৫ অক্টোবর ২০২০ তারিখের ৩৮.০১.০০০০.১৪৪, ৯৯.০১১.১৯-১১৪৬ নং স্মারকে শিক্ষকগণের সকল প্রকার বদলি কার্যক্রম বন্ধ রাখা হয়। বর্তমানে স্বাভাবিক সময়ের ন্যায় বিদ্যালয় চালু হওয়ায় শিক্ষক বদলি বন্ধের আদেশটি ১৩/০৬/২০২২ তারিখে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, "সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশকা, ২০১৮ (সংশোধিত) অনুসরণে সহকারী শিক্ষকদের বদলী কার্যক্রম প্রতি বছরের জানুয়ারি হতে মার্চ সময়ে সম্পন্ন হয়ে থাকে। একই নির্দেশিকা অনুসরণ করে প্রধান শিক্ষকদেরও বদলি হয়ে থাকে। উক্ত নির্দেশিকার ব্যত্যয় ঘটিয়ে এ অধিদপ্তর হতে কোন বদলীর আদেশ জারী করা হয়নি।
বিডিশিক্ষা//এএ