
২০২২-০৬-২৩ ১৫:৫০:৪৯ / Print
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ (জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে তারাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নন্নী ইউনিয়নের পশ্চিম বন্ধধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে যোগানিয়া ইউনিয়নের গেরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নয়াবিল ইউনিয়নের মানুপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে বাঘবেড় ইউনিয়নের নলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন যোগানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউআরসি ইন্সট্রাক্টর আশরাফ উল আলম।উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান,মোঃ সিদ্দিকুর রহমান,সরোয়ার জাহান ও গোলাম রব্বানী।বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
বিডিশিক্ষা/এফএ