ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে যে তারিখ থেকে

বাংলাদেশ শিক্ষা ডেস্ক

২০২২-০৬-২৬ ১৬:২৩:১৩ /

 

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি ও কোরবানি ঈদ উপলক্ষে আগামী ৩ জুলাই থেকে  বন্ধ থাকবে। ছুটি শেষে ১৯ জুলাই থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

জানা গেছে, ৩ জুলাই থেকে ছুটি শুরু হবে। মাধ্যমিকে ১৫ দিনের ছুটি শেষে আবার বিদ্যালয় খুলবে ১৯ জুলাই। মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল আজহা উপলক্ষে আগেই এ ছুটি পূর্বনির্ধারিত ছিল।


এদিকে আগামী মঙ্গলবার (২৮ জুন) থেকে দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে'র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হলো।

বিডিশিক্ষা/এফএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

নতুন শিক্ষাক্রম মূল্যায়নে যেভাবে তৈরি হবে প্রশ্নপত্র

নতুন শিক্ষাক্রম মূল্যায়নে যেভাবে তৈরি হবে প্রশ্নপত্র

উপবৃত্তির জন্য বিবেচিত হবেন যারা

উপবৃত্তির জন্য বিবেচিত হবেন যারা

টাকার বিনিময়ে ব্যবহারিক নাম্বার বিক্রি করছেন স্কুলের প্রধান শিক্ষক

টাকার বিনিময়ে ব্যবহারিক নাম্বার বিক্রি করছেন স্কুলের প্রধান শিক্ষক