ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শারমিন সিদ্দিকা সোহাগীর কবিতা

পাঠকের কলাম

২০২২-০৯-২১ ২৩:৩৪:৫৪ /

শারমিন সিদ্দিকা সোহাগী

 

আমার বাবা


আমার বাবা ছিলেন একজন আদর্শ শিক্ষক
       এটাই শুধু নয়
মুক্তিযুদ্ধ করে তিনি এদেশ কেও 
        করেছিলেন জয়।

যুদ্ধ শেষে বাবা আমার ফিরে এসেছিলেন বাড়ি 
 কত মানুষ দেখতে এসেছিলেন
       নিয়ে মিষ্টির হাঁড়ি।

দেশের জন্য আমার বাবা     
         নিবেদিত প্রাণ
আমি হবো আমার বাবার মতো 
       রাখবো বাবার মান।

আমার বাবা আমার গৌরব
      আমার অহংকার ,
এই জীবন টা উৎসর্গ করতে চাই
    নামে আমার বাবার।


দেশপ্রেম


মাগো আমায় দোয়া করো
লেখাপড়া শিখে যেনো হতে পারি বড়,
বড় হয়ে মাগো আমি দেশকে গড়তে চাই,
সারাজীবন মানুষকে আমি ভালোবাসতে চাই।

দেশকে ভালোবেসে যদি দুঃখ আসে কভু,
হাসি মুখে বরন করবো ,
পিছু হটবো না তবু।

কবি: শারমিন সিদ্দিকা সোহাগী,সহকারী শিক্ষক,রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,নালিতাবাড়ী,শেরপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভালবাসার দিনে: গোলাম মোস্তফা হীরা

ভালবাসার দিনে: গোলাম মোস্তফা হীরা

কিন্ডারগার্টেন নয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই শিশুর প্রকৃত বিকাশে সহায়ক

কিন্ডারগার্টেন নয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই শিশুর প্রকৃত বিকাশে সহায়ক

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের মর্যাদা চাই: ফরিদ আহাম্মদ

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের মর্যাদা চাই: ফরিদ আহাম্মদ