
২০২২-০৯-২২ ১৩:২১:১৭ / Print
টাঙ্গাইলের গোপালপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন, কিন্তু তিনি থাকেন আমেরিকায়। সরকারি কোনো অনুমতি না নিয়েই দেড় বছর ধরে ওই শিক্ষক আমেরিকায় অবস্থান করছেন। এতে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম সুখলাল দাস। তিনি গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক। জানা গেছে, ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৫০। আর শিক্ষক মাত্র পাঁচজন। এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষক সুখলাল দাস দেড় বছর ধরে বিনা অনুমতিতে আমেরিকায় অবস্থান করায় শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা তালুকদার জানান, প্রধান শিক্ষক সুখলাল দাস ২০২১ সালের জানুয়ারি মাসে সপরিবারে আমেরিকা যান। এরপর থেকেই তিনি স্কুলে অনুপস্থিত।
গোপালপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান বলেন, সুখলাল দাস ২০২০ সালের ডিসেম্বরে অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণের আবেদন জানান। কিন্তু মেডিকেল বিষয়ক কোনো কাগজপত্র না থাকায় তার আবেদন মঞ্জুর হয়নি। এরপর কাউকে না জানিয়ে বা সরকারি ছুটি না নিয়েই তিনি আমেরিকায় পাড়ি জমান। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অনুরোধ জানানো হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খুব শিগগির তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি শিক্ষা/জাআ