ঢাকা, শুক্রবার, ৯ জুন ২০২৩

শূন্য পদে হবে সরকারি শিক্ষক নিয়োগ

বিডি শিক্ষা ডেস্ক

২০২২-১০-০৯ ১৬:২৭:৪১ /

ফাইল ছবি

 সরকারি মাধ্যমিক স্কুলে এক হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষক নিয়োগের লক্ষ্যে শূন্য পদের তালিকা তৈরি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা  মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পর্ব শেষে তা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হবে। পিএসসি এসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোট এক হাজার ৯৯ টি শূন্য পদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মোট ১২টি পদে শিক্ষক নিয়োগের চাহিদা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, ধর্ম, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভূগোল, চারুকলা, শারীরিক শিক্ষা ও কৃষি শিক্ষা।

এ প্রসঙ্গে জানতে চাইলে শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন শেষে চাহিদা পিএসসিতে পাঠানো হবে।

এদিকে মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের শূন্য পদের চাহিদা পাওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখার কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা বলছেন, শিক্ষক নিয়োগের চাহিদা প্রয়োজনীয় প্রশাসনিক কাজ শেষে পিএসসিতে পাঠানো হবে। এরপর পিএসসি বিজ্ঞপ্তি জারি করবে।

প্রসঙ্গত, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদ দ্বিতীয় গ্রেডের পদমর্যাদা হওয়ায় এ নিয়োগ পরীক্ষা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আয়োজন করা হবে।

বিডি শিক্ষা/জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

যে কারণে স্কুল ছাত্রীকে পিটালেন প্রধান শিক্ষক

যে কারণে স্কুল ছাত্রীকে পিটালেন প্রধান শিক্ষক

যে জন্য সংশোধিত বই পাবে না শিক্ষার্থীরা

যে জন্য সংশোধিত বই পাবে না শিক্ষার্থীরা

কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী