
২০২২-১০-২৪ ২০:৪৪:০৭ / Print
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল মঙ্গলবারের (২৫ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২৫ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই জানানো হবে।
পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়েরও সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক স ম ইমানুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪, ২৫ ও ২৬ অক্টোবরের সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
বাংলাদেশ শিক্ষা/এফএ