ঢাকা, শুক্রবার, ৯ জুন ২০২৩

শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত

বিডিশিক্ষা ডেস্ক

২০২২-১১-১৪ ০২:২১:২৬ /


প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

জানা গেছে, বিভিন্ন সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বদলি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা বাস্তাবয়নে প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর।  

মাধ্যমিক শাখার সহকারী পরিচালন দূর্গা রানী সিকদার স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকায় দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষ ও প্রধান শিক্ষক পর্যায়ের সব কর্মকর্তার বদলি কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

যে কারণে স্কুল ছাত্রীকে পিটালেন প্রধান শিক্ষক

যে কারণে স্কুল ছাত্রীকে পিটালেন প্রধান শিক্ষক

যে জন্য সংশোধিত বই পাবে না শিক্ষার্থীরা

যে জন্য সংশোধিত বই পাবে না শিক্ষার্থীরা

কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী