
২০২২-১২-০৯ ১৬:৪৮:০৯ / Print
কর্মপরিকল্পনা সংক্রান্ত পত্রে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গত ২৮ নভেম্বর ২০২২ তারিখ প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতি বিষয়ক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমানে প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি প্রদান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এমতাবস্থায়, ৫ম শ্রেণির বার্ষিক মূল্যায়ন ও ফলাফল প্রকাশের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণযোগঃ
ক) ৫ম শ্রেনির বার্ষিক মূল্যায়নে প্রতিদিনের উত্তরপত্র প্রতিদিন মূল্যায়ন করতে হবে;
খ) ১৯.১২.২০২২ তারিখে পরীক্ষা শেষে ২০ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন শেষে ২১ ডিসেম্বর ২০২২ এর মধ্যে ৫ম শ্রেণির ফলাফল প্রকাশ করতে হবে।
গ) উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদ্যালয় হতে প্রস্তুতকৃত ডিআর ২২ ডিসেম্বর ২০২২ এর মধ্যে উপজেলা শিক্ষা অফিস সংগ্ৰহ করবে।
ঘ) উপজেলা শিক্ষা অফিস ২৩ ডিসেম্বর ২০২২ এর মধ্যে জেলায় ডিআর প্রেরণ করতে হবে। ঙ) জেলা হতে অবশ্যিকভাবে ২৪ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ডিআর প্রেরণ করতে হবে।
চ) উপজেলা শিক্ষা অফিস ২৬ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রবেশপত্র বিদ্যালয়ে প্রেরণ করবে। প্রবেশপত্র শিক্ষার্থীদের বিতরণ করবে।
(ছ) বিদ্যালয় হতে ২৭ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে ছ) ২৯ ডিসেম্বর ২০২২ সকাল ১১.০০টায় উপজেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায়, 'প্রাথমিক বৃত্তি ২০২২ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উপজেলা/থানা শিক্ষা অফিসসমূহকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য পত্রে অনুরোধ করা হয়েছে।
বিডিশিক্ষা// এএ