
২০২২-১২-১৪ ১৮:০০:০৬ / Print
বেকারত্ব বৈষম্য ও দুর্নীতি রুখে দাঁড়াও, সাম্প্রদায়িক সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখো, কর্মসংস্থান ও ভাতার লড়াইয়ে যুবশক্তি ঐক্যবদ্ধ হও" এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ যুব মৈত্রী শেরপুর জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের আড়াই আনী বাজারের পালপাড়া মন্দির চত্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি আব্দুল আহাদ মিনার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন।
এতে যুব মৈত্রী নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ রাজু মিয়ার সভাপতিত্বে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
পরে রাজু মিয়াকে সভাপতি, কামাল আহমেদকে সাধারণ সম্পাদক ও সোহানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বিডি শিক্ষা/জাআ