
২০২২-১২-১৪ ১৮:৫৭:৫৪ / Print
উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের হলরুম (তেপান্তর) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ করনী। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি যোগেন চন্দ্র রায়,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল।নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি এম এ হাকাম হীরা, পল্লীবিদ্যুৎ সমিতি,নালিতাবাড়ী আঞ্চলিক কেন্দ্রের ডিজিএম মহিউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতায় ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করেছিল।
পরিকল্পিতভাবে ১৪ ডিসেম্বরে সবচেয়ে বেশীসংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন, নালিতাবাড়ী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বাংলাদেশ শিক্ষা /জাআ