ঢাকা, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

মেসির ঝলকে জয়ে ফিরলো পিএসজি

বিডিশিক্ষা ডেস্ক

২০২৩-০২-০২ ১২:০১:০২ /

বিডিশিক্ষা ফাইল ছবি


দু'দুটো পেনাল্টি মিস করলেন। মাঠ ছাড়লেন আবার চোট নিয়ে। কিলিয়ান এমবাপের দুঃস্বপ্নের এক রাত কাটলো বুধবার। চোটের কারণে এই ম্যাচে ছিলেন না নেইমারও।

তবে সব চাপ আর শঙ্কা কাটিয়ে দলকে পথ দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা দারুণ সব আক্রমণে নেতৃত্ব দিলেন, গোলও পেলেন।

মঁপেলিয়েকে হারিয়ে লিগ ওয়ানে জয়ে ফিরলো পিএসজি।প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

ফ্যাবিয়েন রুইস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। শেষ দিকে একটি গোল শোধ করে মঁপেলিয়ে। তবে যোগ করা সময়ে ওয়ারেন জায়ার-এমেরির গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টোফে গালটিয়েরের দল।

বাংলাদেশ শিক্ষা/এফএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ক্রিস গেইলকে টপকে শীর্ষে রহিত শর্মা

ক্রিস গেইলকে টপকে শীর্ষে রহিত শর্মা

যে কারণে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

যে কারণে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

ম্যাক্সওয়েল একাই জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে

ম্যাক্সওয়েল একাই জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে