
২০২৩-০২-১৪ ২২:৪৩:৩৫ / Print
প্রাথমিক শিক্ষকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিবৃতি দিয়েছেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।
যৌথ বিবৃতিতে তারা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার গুলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, হাতিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান দুলাল এর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য দাবী করেছেন।
জানা গেছে শিক্ষক মোঃ মনিরুজ্জামান দুলাল গতকাল তিনটার দিকে ক্রীড়া অনুষ্ঠান শেষে ফেরার পথে রাস্তায় সন্ত্রাসীরা তাঁর উপর হামলা চালিয়েছে।তাঁর নতুন ক্রয়কৃত হোন্ডা,ল্যাপটপ এবং মোবাইল নিয়ে গেছে সন্ত্রাসীরা।
পারিবারিক সূত্রে আরো জানা গেছে তার হাত ও পা ভেঙ্গে গেছে। প্রথমে তাকে নোয়াখালী মেডিকেল করেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাসেম বাংলাদেশ শিক্ষাকে বলেন,এই সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু বিচার না হলে প্রাথমিক শিক্ষকদের সাথে নিয়ে সারা দেশে সাংগঠনিক কর্মসূচী দেওয়া হবে।
বাংলাদেশ শিক্ষা/এফএ