ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি

২০২৩-০৩-১২ ১৬:৩৪:৪৮ /

ফাইল ছবি

  স্কুল শিক্ষিকার বসতঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে শিক্ষিকা রাশিয়া আক্তারের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে অংশ নিলেও ততক্ষণে ঘরসহ সকল মালামাল পুড়ে যায়। আর এই ঘটনাটি ঘটেছে বাগেরহাট মোরলগনঞ্জে ।

রাশিয়া আক্তার স্থানীয় ৯৪ নং বি. সোমাদ্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার স্বামী মিজানুর রহমান একজন ব্যবসায়ী। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কারণে ঘটনার সময় তারা কেউ বাড়িতে ছিলেন না। 

পূর্ব শত্রুতার কারণে বাড়িতে কেউ না থাকার সুযোগে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন শিক্ষিকা রাশিয়া আক্তার ও তার স্বামী মিজানুর রহমান। 

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের ৭ সদস্যর একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, রাতেই নিকটস্থ ফাঁড়ি ও থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিডি শিক্ষা/জাআ
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

উপনির্বাচনে এক বিদ্যালয়র অধিকাংশদের দায়িত্ব দেওয়ায় পাঠদান বিঘ্নিত

উপনির্বাচনে এক বিদ্যালয়র অধিকাংশদের দায়িত্ব দেওয়ায় পাঠদান বিঘ্নিত

মহা তাঁবুজলসার মাধ্যমে হরিণাকুণ্ডুতে শেষ হলো কাব ক্যাম্পূরী

মহা তাঁবুজলসার মাধ্যমে হরিণাকুণ্ডুতে শেষ হলো কাব ক্যাম্পূরী

নালিতাবাড়ীর সাগরদী নদীর পাড়ে খালের উপর স্টিলের ব্রিজ নির্মাণ

নালিতাবাড়ীর সাগরদী নদীর পাড়ে খালের উপর স্টিলের ব্রিজ নির্মাণ