ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রমজান মাসে অফিসের নতুন সময়সুচি

বিডি শিক্ষা ডেস্ক

২০২৩-০৩-১৪ ২০:০৩:৪৪ /

ফাইল ছবি

প্রায় চলেই আসছে  রমজান মাস, এ উপলক্ষে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ মার্চ) এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপন বলা হয়েছে, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। আর দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।  

বিডি শিক্ষা/জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

জাকাত কাদের জন্য ফরজ,কাদের জাকাত দেওয়া যাবে এবং কাদের দেওয়া যাবেনা

জাকাত কাদের জন্য ফরজ,কাদের জাকাত দেওয়া যাবে এবং কাদের দেওয়া যাবেনা

 ব্যাংকের কর্মীদের জন্যও নতুন নিয়মে পেনশন

ব্যাংকের কর্মীদের জন্যও নতুন নিয়মে পেনশন

 উপজেলা নির্বাচনে যেসব পরিবর্তন আনা হলো

উপজেলা নির্বাচনে যেসব পরিবর্তন আনা হলো