ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

নালিতাবাড়ীর সাগরদী নদীর পাড়ে খালের উপর স্টিলের ব্রিজ নির্মাণ

জাফর আহম্মেদ

২০২৩-০৩-১৫ ০৩:০৮:৫৭ /

ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীর রাজনগর  ইউনিয়নের সাগরদী নদীর পাড়ে টিয়ার কাবিখার উন্নয়ন মূলক বরাদ্দের মাধ্যমে খালের উপর একটি স্টিলের ব্রিজ নির্মাণ করা হয়েছে।  ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে ব্রিজ পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী৷

এই ব্রিজটি সাগরদী নদীর পাড়ের মানুষের দীর্ঘ দিনের দাবি ছিলো,  এই খালের উপরে ব্রিজ না থাকায় এই এলাকার কয়েকশ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাশেঁর সাঁকো দিয়ে পাড়াপাড় হতো, তাছাড়া সাথেই রয়েছে একটি মসজিদ বাশেঁর সাঁকো দিয়ে পাড় হয়ে মুসল্লিদের নামাজে যেতে অনেক সমস্যা হতো৷ এলাকা বাসি অনেকে বলেন বিশেষ করে বৃষ্টির দিন এলে বাচ্চা এবং বয়স্ক মানুষসহ সবাইকে পরতে হতো চরম ভোগান্তিতে।

 আজকে এই স্টিলের ব্রিজ হয়ে যাওয়ায় আমরা সবাই অনেক খুশি, এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী বলেন নকলা -নালিতাবাড়ীর সংসদ সাবেক সফল কৃষিমন্ত্রী বাংলা অগ্নি কন্যা বর্তমান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী তাহার কাবিখার উন্নয়ন মূলক বরাদ্দ দিয়ে এই ব্রিজ নির্মাণ করে  দিয়েছেন।

আপনারা সবাই মতিয়া আপার জন্য দোয়া করবেন, আপা যেনো সুস্থ থেকে আমাদের এলাকার সকল উন্নয়ন মূলক কাজ  করে যেতে পারেন, কারণ মতিয়া আপা আছে বলেই আমাদের এলাকায় এতো উন্নয়ন হয়েছে, রাস্তা-,ঘাট ব্রিজ কালভার্ট যেখানে যা লাগে সেখানে তাই করার চেষ্টা করতেছেন, এ সময় সাথে উপস্থিত ছিলেন রুপনারায়নকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, নয়াবিল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

উপনির্বাচনে এক বিদ্যালয়র অধিকাংশদের দায়িত্ব দেওয়ায় পাঠদান বিঘ্নিত

উপনির্বাচনে এক বিদ্যালয়র অধিকাংশদের দায়িত্ব দেওয়ায় পাঠদান বিঘ্নিত

মহা তাঁবুজলসার মাধ্যমে হরিণাকুণ্ডুতে শেষ হলো কাব ক্যাম্পূরী

মহা তাঁবুজলসার মাধ্যমে হরিণাকুণ্ডুতে শেষ হলো কাব ক্যাম্পূরী

নালিতাবাড়ীর সাগরদী নদীর পাড়ে খালের উপর স্টিলের ব্রিজ নির্মাণ

নালিতাবাড়ীর সাগরদী নদীর পাড়ে খালের উপর স্টিলের ব্রিজ নির্মাণ