ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

মহা তাঁবুজলসার মাধ্যমে হরিণাকুণ্ডুতে শেষ হলো কাব ক্যাম্পূরী

নিজস্ব প্রতিবেদক

২০২৩-০৩-১৭ ১০:৩৭:২৩ /

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহা তাঁবুজলসার মাধ্যমে সফলভাবে শেষ হলো ৪র্থ উপজেলা কাব ক্যাম্পূরী/২০২৩।

গত ১৩মার্চ হরিণাকুণ্ডু'র ২৪ টি কাবদলের অংশগ্রহনে উপজেলার প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে এ ক্যাম্পূরীর উদ্বোধন করেন ডেপুটি ক্যাম্প চিফ ও উপজেলা শিক্ষা অফিসার এস. এম. আবদুর রহমান।

৩ দিনব্যাপি এ ক্যাম্পূরীর প্রোগ্রাম চিফ ছিলেন এএলটি আবু তাহের ও ডেপুটি প্রোগ্রাম চিফ ছিলেন উপজেলা স্কাউট কমিশনার মোহা. মতিয়ার রহমান।

১৫মার্চ রাতে তাঁবুজলসায় বিভিন্ন কাবদল ও লিডারদের পরিবেশনা সকলকে মুগ্ধ করে। উপজেলা স্কাউটস এর সভাপতি, প্রোগ্রাম চিফ ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা ক্যাম্প চলাকালীন সার্বিক তত্বাবধানসহ প্রয়োজনীয় নির্দেশনা ও কাব শিশুদের বিভিন্ন কর্মকান্ডে উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্যাম্প চিফ সুস্মিতা সাহা, ডেপুটি ক্যাম্প চিফ উপজেলা শিক্ষা অফিসার এস এম. আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি মাসুদুল হক, শহিদুল ইসলাম, সহকারী কমিশনার আব্দুস সামাদ আজাদ, উপজেলা কাব লিডার শামিম আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাজিম উদ্দীন সহ আরও অনেক স্কাউট সদস্য ও কর্মকর্তা।

বিডিশিক্ষা// এএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

উপনির্বাচনে এক বিদ্যালয়র অধিকাংশদের দায়িত্ব দেওয়ায় পাঠদান বিঘ্নিত

উপনির্বাচনে এক বিদ্যালয়র অধিকাংশদের দায়িত্ব দেওয়ায় পাঠদান বিঘ্নিত

মহা তাঁবুজলসার মাধ্যমে হরিণাকুণ্ডুতে শেষ হলো কাব ক্যাম্পূরী

মহা তাঁবুজলসার মাধ্যমে হরিণাকুণ্ডুতে শেষ হলো কাব ক্যাম্পূরী

নালিতাবাড়ীর সাগরদী নদীর পাড়ে খালের উপর স্টিলের ব্রিজ নির্মাণ

নালিতাবাড়ীর সাগরদী নদীর পাড়ে খালের উপর স্টিলের ব্রিজ নির্মাণ