
২০২৩-০৩-১৭ ১০:৩৭:২৩ / Print
গত ১৩মার্চ হরিণাকুণ্ডু'র ২৪ টি কাবদলের অংশগ্রহনে উপজেলার প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে এ ক্যাম্পূরীর উদ্বোধন করেন ডেপুটি ক্যাম্প চিফ ও উপজেলা শিক্ষা অফিসার এস. এম. আবদুর রহমান।
৩ দিনব্যাপি এ ক্যাম্পূরীর প্রোগ্রাম চিফ ছিলেন এএলটি আবু তাহের ও ডেপুটি প্রোগ্রাম চিফ ছিলেন উপজেলা স্কাউট কমিশনার মোহা. মতিয়ার রহমান।
১৫মার্চ রাতে তাঁবুজলসায় বিভিন্ন কাবদল ও লিডারদের পরিবেশনা সকলকে মুগ্ধ করে। উপজেলা স্কাউটস এর সভাপতি, প্রোগ্রাম চিফ ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা ক্যাম্প চলাকালীন সার্বিক তত্বাবধানসহ প্রয়োজনীয় নির্দেশনা ও কাব শিশুদের বিভিন্ন কর্মকান্ডে উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্যাম্প চিফ সুস্মিতা সাহা, ডেপুটি ক্যাম্প চিফ উপজেলা শিক্ষা অফিসার এস এম. আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি মাসুদুল হক, শহিদুল ইসলাম, সহকারী কমিশনার আব্দুস সামাদ আজাদ, উপজেলা কাব লিডার শামিম আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাজিম উদ্দীন সহ আরও অনেক স্কাউট সদস্য ও কর্মকর্তা।
বিডিশিক্ষা// এএ