ঢাকা, শুক্রবার, ৯ জুন ২০২৩

উপনির্বাচনে এক বিদ্যালয়র অধিকাংশদের দায়িত্ব দেওয়ায় পাঠদান বিঘ্নিত

বিশেষ প্রতিনিধি

২০২৩-০৩-২০ ০৭:০৩:০৪ /


গত ১৬ মার্চ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপনির্বাচনে  বিরিশিরি মডেল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন শিক্ষকের মধ্যে ৬ জনকেই দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। 

জানা গেছে, বিরিশিরি মডেল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পৌরসভায় অবস্থিত। ৮ জন শিক্ষক এই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। ৮ জন শিক্ষকের মধ্যে ৬ জনকেই নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। যে দুই জনকে দায়িত্ব দেওয়া হয়নি তাদের একজন হার্টের রোগী। কয়েকজন অভিভাবক বাংলাদেশ শিক্ষার কাছে প্রশ্ন রেখে বলেছেন মডেল বিদ্যালয়ের মত একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে দুই জনের পক্ষে সব ক্লাসে পাঠদান করা কিভাবে সম্ভব? নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব দেওয়ার আগে নির্বাচন অফিসারকে বিষয়টি অনুধাবন করার প্রয়োজন ছিল।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশের শিক্ষাকে জানিয়েছেন নির্বাচন অফিসে কয়েকজন অসৎ কর্মচারী রয়েছে যারা সব নির্বাচনেই অবৈধ লেনদেনের মাধ্যমে শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব দিয়ে থাকেন।যারা যোগাযোগ করেন তারাই দায়িত্ব পেয়ে থাকেন।

আরো জানা গেছে অন্য ইউনিয়নে কর্মরত শিক্ষকদের বাদ রেখে বাকলজোড়া ইউনিয়নে কর্মরত শিক্ষকদেরকেও নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছিল যা বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়।

বাকলজোড়া ইউনিয়নে মাত্র ৯ টি কেন্দ্র রয়েছে।এখানে বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে একই বিদ্যালয় থেকে অধিকাংশদের দায়িত্ব দেওয়ার প্রয়োজন ছিলনা। তারা আরো অভিযোগ করেছেন আগ্রহ থাকা সত্ত্বেও অনেক বিদ্যালয়ের একজনও নির্বাচনী দায়িত্ব পাননি। শুধু মাত্র যারা অর্থের বিনিময়ে যোগাযোগ করেছেন তারাই দায়িত্ব পেয়েছেন।

উল্লেখ্য  গত ১৬ মার্চে অনুষ্ঠিত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ইউসুফ তালুকদার সাগর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাবার মৃত্যুর পর তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ইউসুফ তালুকদার সাগর (মোটরসাইকেল) ৬ হাজার ৮৪১ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম (নৌকা) ৫ হাজার ৪৬৩, অপর এক স্বতন্ত্রপ্রার্থী মো. সিরাজুল ইসলাম সজিম (আনারস) ৭৭৮ ভোট পেয়েছেন।

২০২১ সালের ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়াকুব আলী তালুকদার। গত ১০ জানুয়ারি শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করায় উপনির্বাচনে তারই ছেলে ইউসুফ তালুকদার সাগর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ শিক্ষা/এফএ

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

শিশু সন্তানকে হত্যার পর কেন মায়ের আত্মহত্যা?

শিশু সন্তানকে হত্যার পর কেন মায়ের আত্মহত্যা?

নালিতাবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নালিতাবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নালিতাবাড়ীতে জেলা কৃষক সমিতির সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে জেলা কৃষক সমিতির সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত