ঢাকা, শনিবার, ১০ জুন ২০২৩

যে কারণে প্রধান শিক্ষককে পেটালেন সভাপতি

বিডি শিক্ষা ডেস্ক

২০২৩-০৪-০৬ ১৪:৪৪:২৩ /

ফাইল ছবি

স্কুলের কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি না দেওয়ায় রাজশাহীর চারঘাটে প্রধান শিক্ষককে প্রকাশ্যে পিটিয়েছেন স্কুলের সভাপতি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায়। এ ঘটনায় স্কুলটির সভাপতি গোলাম মোস্তফার নামে বৃহস্পতিবার সকালে থানায় মামলা করেছেন প্রধান শিক্ষক।
 
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, উপজেলার পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন যে, তাকে মারধর করা হয়েছে। অভিযোগটি বৃহস্পতিবার সকালে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। একজন উপপরিদর্শক ঘটনাটি তদন্ত করছেন।
 
পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, কিছুদিন আগে শিক্ষা বোর্ড গোলাম মোস্তফাকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসোবে অনুমোদন দেয়। সভাপতির দায়িত্ব নিয়েই গোলাম মোস্তফা তাকে কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি দিতে চাপ দেন। তিনি সভাপতিকে বলেন, কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষকরা এমপিও পেয়েছেন। তাদের কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠাতে হচ্ছে। এনিয়ে সব শিক্ষক-ই ব্যস্ত। ওই কাজটি শেষ হওয়ার পর কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
 
মঙ্গলবার রাতে স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা তাকে পল্লী বিদ্যুৎ মোড়ে তার চেম্বারে ডেকে পাঠান। তিনি সেখানে গেলে, সভাপতি জানতে চান নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কি-না। কিন্তু ‘না’ বলা মাত্র অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারপিট শুরু করেন। এসময় অনেক মানুষ সেখানে উপস্থিত হয়ে তার হাত থেকে প্রধান শিক্ষককে রক্ষা করেন।  
 
তবে সভাপতি গোলাম মোস্তফা জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত হলেও প্রধান শিক্ষক বিজ্ঞপ্তি দেননি। তিনি সভাপতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার পছন্দের লোকজন নিয়োগ করতে চান। প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিনিও থানায় অভিযোগ করেছেন বলে জানান।

বিডি শিক্ষা/জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

যে কারণে স্কুল ছাত্রীকে পিটালেন প্রধান শিক্ষক

যে কারণে স্কুল ছাত্রীকে পিটালেন প্রধান শিক্ষক

যে জন্য সংশোধিত বই পাবে না শিক্ষার্থীরা

যে জন্য সংশোধিত বই পাবে না শিক্ষার্থীরা

কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী