
২০২৩-০৪-১৪ ০১:০৭:৩৫ / Print
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল (শুক্রবার) উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বি়ভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান তুলি,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ শিক্ষা/জাআ