
২০২৩-০৫-১৭ ১৩:০৭:৪৮ / Print
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হালুয়াঘাট উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (বুধবার) সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান সম্মেলনে সভাপতিত্ব করেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃআবুল কসেম প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সম্মেলনে হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আশীক মাহমুদ খান, নির্বাহী সভাপতি মো:আব্দুল হালিম,,নির্বাহী সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো:আক্তার হোসেন ও মাহবুবুল ইসলাম রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী রানী সরকারকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
পৌর কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক বাবু সঞ্জয় কুমার সরকার,নির্বাহী সম্পাদক রোকনুজ্জামান রাসেল,সাংগঠনিক সম্পাদক বাবু নিরঞ্জন সরকার নির্বাচিত হয়েছেন।। কেন্দ্রীয় সভাপতি এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বাবু নারায়ন চন্দ্র সকার,কোষাধ্যক্ষ জনাব মো:সায়েদুর রহমান,সহ সম্পাদক উমর ফারুক,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, মিডিয়া সম্পাদক মেহেদী হাসান সুমনসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।
বাংলাদেশ শিক্ষা/এফএ