
২০২৩-০৫-১৭ ১৪:৪০:১১ / Print
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মে) বিকেলে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এই ধান ও চাল সংগহের শুভ উদ্বোধন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারন সম্পাদক ওয়াজ করুনী, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিকসহ মিলার ও কৃষকবৃন্দ।
সুত্র জানায়, কৃষক এ্যাপসের মাধ্যমে কৃষকের নিকট হতে ৩০ টাকা কেজি দরে ধান ও মিলারদের নিকট হতে ৪৪ টাকা কেজি দরে চাল ক্রয় করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। এবার কৃষকের নিকট হতে ২ হাজার ১৩৫ মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে ২ হাজার ২৩৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এজন্য মোট ১৯টি মিলের সঙ্গে চুক্তিবদ্ধ করা হয়েছে।
বিডি শিক্ষা/জাআ