ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

নালিতাবাড়ীতে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে শিশু হত্যা, আটক দুই

জাফর আহম্মেদ

২০২৩-০৯-০২ ১৬:৫৯:২৭ /

ফাইল ছবি

 শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝগড়ার একপর্যায়ে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে হত্যা করা হয়েছে আদিবা নামে পাঁচ মাস বয়সী এক কন্যা শিশুকে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌণে পাঁচটার দিকে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ জানায়, ওই গ্রামের ময়ছর উদ্দিনের সাথে প্রতিবেশি মৃত গোলাপজলের দুই ছেলে লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে গ্রাম্য শালিসে ওই বিরোধ নিষ্পত্তি করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। শুক্রবার বিকেল পৌণে পাঁচটার দিকে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলার চারা রোপন করতে যান।

এসময় হামিদুলের স্ত্রী লাভলী বেগম (৩০) ও তার মা হনুফা বেগম (৬৫) চারা রোপন করতে বাধা প্রদান করেন। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামিদুলও যোগ দেয় ঝগড়ায়। এসময় উভয়পক্ষে হাতাহাতি শুরু হলে ফাতেমার কোলে থাকা পাঁচ মাস বয়সী কন্যাশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে লাভলী।

এতে শিশুটি মাথায় আঘাতপ্রাপ্ত হলে গুরুতর অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক শেরপুর প্রেরণ করলে শেরপুর নেওয়ার পথে তিনানী বাজার এলাকায় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আদিবা মারা যায়।

এদিকে ঘটনার পরপরই পুুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকা-ে জড়িত লাভলী ও হনুফাকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া জানান, হত্যাকা-ে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহত শিশুর পিতা ময়ছর উদ্দিন বাদী হওয়ায় মামলার প্রস্তুতি চলছে।

বিডি শিক্ষা/জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

নালিতাবাড়ীতে ভারতীয় চিনি এবং মসলাসহ একজন গ্রেফতার

নালিতাবাড়ীতে ভারতীয় চিনি এবং মসলাসহ একজন গ্রেফতার

প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন গৃহ ও বৃক্ষ নিলামে বিক্রি হবে

প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন গৃহ ও বৃক্ষ নিলামে বিক্রি হবে

নালিতাবাড়ীতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উল্টো রথযাত্রা

নালিতাবাড়ীতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উল্টো রথযাত্রা