ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

আজ দুরন্ত ভারতের সামনে বিপর্যস্ত শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

২০২৩-১১-০২ ০১:৪৮:৪৭ /

ফাইল ছবি

বর্তমান বিশ্বকাপে ভারতই একমাত্র দল যারা এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেনি। টানা ছয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রোহিত শর্মার দল সেমিফাইনালে এক পা-দিয়ে রেখেছে। অন্যদিকে কাগজ-কলমের হিসাব বাদ দিলে মাত্র দুই জয়ের বিপরীতে চার হারে কার্যত সেমির রেস থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন রোহিত ও বড় তারকা বিরাট কোহলি। আছেন লোকেশ রাহুলের মতো পারফর্মার। পেস আক্রমণের ত্রাস ছড়িয়ে ইতোমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট পকেটে পুড়েছেন বিজাতীয় অ্যাকশনের অধিকারী জাসপ্রিত বুমরাহ।

আছেন মোহাম্মদ শামির মতো দ্রুতগতির বোলার। সঙ্গে জাদুকরি রিস্ট স্পিনে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন কুলদীপ যাদব। এমন একটা দলকে থামানো শ্রীলঙ্কার জন্য সত্যি কঠিন। সর্বশেষ আফগানিস্তানের কাছে হারের আগেও সেমির রেসে টিকে ছিল তারা। কুশল মেন্ডিজের নেতৃত্বাধীন দলটি আজ বড় ম্যাচে কেমন করে, সেটি দেখার অপেক্ষা। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। 

ঘরের মাঠে ভয়ংকর সুন্দর ক্রিকেট খেলছে রোহিত শর্মার ভারত! একে একে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে তুলে নিয়েছে যথাক্রমে ৬, ৮, ৭, ৭, ৪ উইকেট ও ১০০ রানে জয়। এর মধ্যে নিউজিল্যান্ডই শুধু কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিল।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা (১০২ রানে), পাকিস্তান (৬ উইকেটে) ও অস্ট্রেলিয়ার (৫ উইকেটে) হারের হ্যাটট্রিক করার পর নেদারল্যান্ডসের (৫ উইকেটে) বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাওয়া শ্রীলঙ্কা আসরে তাদের স্মরণীয় জয়টি পায় তার পরের ম্যাচে, চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেয় ৮ উইকেটে। তবে সর্বশেষ আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বসে মেন্ডিসের দল। ভঙ্গুর মনোবল, অগোছালো দল নিয়ে আজ উড়তে থাকা ভারতের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা।

এই মুম্বাইয়ে ২০১১ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়ে মহেন্দ্র সিং ধোনির ভারতের কাছে হেরেছিল কুমার সাঙ্গাকারার শ্রীলঙ্কা। তবে সেই দল আর এই দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। এবার এরই মধ্যে সেমির আশা শেষ হয়ে গেছে লঙ্কানদের। বিপরীতে ভারতের টার্গেট সেমিফাইনাল, সাতে-সাত। লঙ্কানদের বিপক্ষে আজ ভারতের একাদশ নিয়ে কিছুটা জল্পনা রয়েছে। রিজার্ভ বেঞ্চের একাধিক খেলোয়াড় সেরা একাদশে সুযোগ পেতে পারেন। 

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙেননি রোহিত, রাহুল দ্রাবিড়রা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে মিডল অর্ডার ব্যাটিংয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শ্রেয়াস আইয়ারকে বাইরে রাখা হতে পারে। প্রথম ৬ ম্যাচের সবটিতে সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে ৫৩ রান ছাড়া উল্লেখ করার মতো স্কোর নেই। ছয় ইনিংসে রান মাত্র ১৩৪। আইয়ার বাদ পড়লে একাদেশ দেখা যেতে পারে ইশান কিষানকে। সম্প্রতি সীমিত ওভারের ম্যাচে সুযোগ পেয়ে বারবার নিজেকে প্রমাণ করেছেন স্টাইলিশ এই উইকেটরক্ষক-ব্যাটার।

এছাড়া ভারতের বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপে এখনো পর্যন্ত চেনা ছন্দে পাওয়া যায়নি পেসার মোহাম্মদ সিরাজকে। ফলে তাকে বিশ্রামে রেখে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর অথবা স্পিনিং-অলরাউন্ডার রবিচন্দ্রন আশ্বিনকে নেওয়া হতে পারে তবে স্বাগতিকরা আজও পাচ্ছে না ইনফর্ম হার্দিক পান্ডিয়াকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোটে পড়া পেস বোলিং-অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচেও হয়তো দর্শক হয়ে থাকবেন। 

বর্তমানে ব্যাঙ্গালুরুর জাতীয় একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। যেহেতু সেমি প্রায় নিশ্চিত তাই তুখোড় এই অলরান্ডারকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইবে না ম্যানেজমেন্ট। অন্যদিকে শ্রীলঙ্কার হতাশার মাঝে আশার নাম পাথুম নিশাঙ্কা। দারুণ ফর্মে আছেন তরুণ এই ওপেনার। শেষ পাঁচ ইনিংসের প্রতিটিতেই দলকে ভালো শুরু এনে দিয়ে চারটিতেই ফিফটি তুলে নিয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ৪৬ রানে আউট না হলে বিশ্বকাপে টানা পাঁচ ফিফটির রেকর্ড ছুঁয়ে ফেলতেন নিশাঙ্কা।  চোটের কারণে তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই বিশ্বকাপে এসেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপেও চোটে জর্জরিত হয়েছে দল। অধিনায়ক দাসুন শানাকা, পেসার লাহিরু কুমারা ও মাথিশা পাথিরানাও চোটে পড়েছেন। তাঁদের জায়গায় এসেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, চামিকা করুনারতে ও দুসমন্ত চামিরা। অর্থাৎ চোটের কারণে সেরা একাদশ খেলাতে পারছে না শ্রীলঙ্কা।

বিডি শিক্ষা/জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ফাইনালে মুখোমুখি দুই অপরাজিত দল ভারত- দক্ষিণ আফ্রিকা

ফাইনালে মুখোমুখি দুই অপরাজিত দল ভারত- দক্ষিণ আফ্রিকা

যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে সফলতার শীর্ষে বাংলাদেশ

যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে সফলতার শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডি মারিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডি মারিয়া