
২০২৩-১২-২৪ ১৯:৩৭:১০ / Print
শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি'র আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের নিউমার্কেটের আলীশান রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন আস্থা প্রকল্পের ময়মনসিংহ ক্লাস্টার কো- অর্ডিনেটর খালেদ ইহতেশাম।
আস্থা প্রকল্পের আওতায় শেরপুর জেলার ৫ টি উপজেলার নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে ৩০ সদস্য বিশিষ্ট নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়েছে। নাগরিক প্লাটফর্ম গঠন সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মো: আলমগীর কবীরকে আহবায়ক এবং আরো ৫ জনকে যুগ্ম আহবায়ক নিবার্চিত করা হয়। ৫ জন যুগ্ম
আহবায়ক হলেন- বিশিষ্ট সাংবাদিক মো: রেজাউল করিম বকুল, প্রভাষক মো: আনোয়ারুল ইসলাম, শিক্ষক নেতা ফরিদ আহাম্মেদ, বিশিষ্ট সাংবাদিক মো: হারুনুর রশিদ দুদু এবং নারী সমাজকর্মী তাহমিনা জলি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক এসএম আবু হান্নান, প্রফেসর (অবসরপ্রাপ্ত) আবুল হাশেম, অবসরপ্রাপ্ত শিক্ষক মনজুরুল হক, বিশিষ্ট সাংবাদিক জিএম বাবুল, শহীদ মোস্তফা পাঠাগারের প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, তরুণ আইসিটি উদ্যোক্তা মিনহাজ উদ্দীন ও মুক্তা হরিজন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি ও ফিল্ড অফিসার সাইকা উম্মাসী।