ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

নালিতাবাড়ীতে ভারতীয় মদ সহ এক যুবক গ্রেফতার

জাফর আহম্মেদ

২০২৩-১২-২৫ ০০:৩১:২৭ /

ফাইল ছবি

 নালিতাবাড়ীতে ৭৫ বোতল ভারতীয় মদসহ আশরাফুল ইসলাম (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকার পুর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেংগুর পাহাড়ের ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশরাফুল ইসলাম পুর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া এলাকায় মাদক কারবারিরা মাদক ক্রয় বিক্রয় করছিল। এমন গোপন সংবাদে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আশরাফুল ইসলামকে বিভিন্ন ব্যান্ডের ৭৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি আসাদুজ্জামান আপেল ও পরিতোষ নামের আরো দুই জন মাদক কারবারি পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতার আশরাফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি শিক্ষা/জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

নালিতাবাড়ীতে ভারতীয় চিনি এবং মসলাসহ একজন গ্রেফতার

নালিতাবাড়ীতে ভারতীয় চিনি এবং মসলাসহ একজন গ্রেফতার

প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন গৃহ ও বৃক্ষ নিলামে বিক্রি হবে

প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন গৃহ ও বৃক্ষ নিলামে বিক্রি হবে

নালিতাবাড়ীতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উল্টো রথযাত্রা

নালিতাবাড়ীতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উল্টো রথযাত্রা