২০২৪-০২-০৩ ২৩:২৬:৪৫ / Print
সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (রেজি: নং: এস- ১২০৪৮),নালিতাবাড়ী উপজেলা শাখা,শেরপুর এর কার্যকরি পরিষদ গঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি (শনিবার) নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাথুয়ারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার জাহিদকে সভাপতি,খলিশাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন খোকনকে সাধারণ সম্পাদক ও মানিকচাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সেলিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এবং এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মাদ মাসুদ কবির।
কার্যকরি পরিষদ গঠনের সময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে মোবাইলে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রবিউল।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিডিশিক্ষা/জাআ