ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

এনটিআরসিএকে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

২০২৪-০২-০৬ ০১:২২:২০ /

ফাইল ছবি

শিক্ষা ব্যবস্থাকে এগিযে নিতে এনটিআরসিএকে শিক্ষামন্ত্রণালয়ের যতো নির্দেশনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমমূহে শিক্ষক সংকট দূর করতে বছরে অন্তত চার বার নিয়োগের ব্যবস্থা করার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ।

আজ সোমবার রাজধানীর ইস্কাটনে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় এনটিআরসিএ-কেই করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, দেশের সকল শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সমন্বয় করে এনটিআরসি এর সক্ষমতা বৃদ্ধি করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

শিক্ষক নিয়োগকে আরো ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরএ এর প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় এনটিআরসিএ’র চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহিল আজম, সদস্য (প্রশাসন ও অর্থ) এস এম মাসুদুর রহমান, সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ড. মোঃ আবদুল মান্নান, সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি শিক্ষা/জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

২০২৫ সালে ষষ্ঠ-দশম শ্রেণির ক্লাস-পরীক্ষা ও মূল্যায়ন হবে যেভাবে

২০২৫ সালে ষষ্ঠ-দশম শ্রেণির ক্লাস-পরীক্ষা ও মূল্যায়ন হবে যেভাবে

স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল যেভাবে জানা যাবে

স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল যেভাবে জানা যাবে

এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা