ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ সম্পর্কে যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক

২০২৪-০২-১৩ ১৯:০৩:৪৫ /

ফাইল ছবি
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বুয়েট। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সভার একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ। তবে খাতাগুলো যাচাই-বাছাই করতে হবে। এই কাজ খুব সাবধানতার সাথে করতে চায় বুয়েট। সেজন্য কিছুটা সময় লাগবে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না অধিদপ্তর।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সংবাদমাধ্যমকে বলেন, দ্বিতীয় ধাপের ফল তৈরির কাজ চলছে। আশা করছি আগামী সপ্তাহে ফল প্রকাশ করতে পারব।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিডিশিক্ষা//এএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

প্রাথমিকের উপজেলা শিক্ষার অ্যাডহক কমিটি কত সদস্যের হবে জানালো মন্ত্রণালয়

প্রাথমিকের উপজেলা শিক্ষার অ্যাডহক কমিটি কত সদস্যের হবে জানালো মন্ত্রণালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন ২০৮ জন

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন ২০৮ জন