ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

ভালবাসার দিনে: গোলাম মোস্তফা হীরা

কবিতা

২০২৪-০২-১৭ ০০:৩৬:৪৫ /


ভালবাসার দিনে

                     গোলাম মোস্তফা হীরা 

ভালবাসা খুঁজতে গেলাম
               ভালবাসার দিনে
মনের দামে মনও দিব
               তবু পেলাম না তো কিনে।

সবাই বলে No Vacancy
               Booking হয়েছে আগে
তাই বলে কি ভালবাসা
                বরাদ্দ নেই মোর ভাগে।

ভালবাসা চাইই আমার
                মন বসেনা কাজে
ভালবাসার দিনে কি আর
                ঘরে থাকা সাজে।

ভালবাসা চাইই আমার
               ধরেছি যে পণ
গোলাপ আমি তাকেই দিব
               যাকে দিব মন।

গোলাপ হাতে সারাদিনই
              খুঁজলাম আমি যাকে
বেলা শেষে ক্লান্ত আমি
              পেলামনা তো তাকে।

বিষন্নতায় ধীরে ধীরে
               ফিরে এলাম ঘরে
আজ না হয় নাই পেলাম
               নির্ঘাত পাব ফি বছরে?

মা বলল, সারাদিনই
               খাইসনি বুঝি আজ
চেহারাটা হয়েছে কেমন
               আয়নায় দেখ সাজ।

খাবার আমি দিচ্ছি বেড়ে
               সামনে বসে খা
বিশ্রাম নে একটু তুই
              বিছানায় দে গা।

সারাদিনের বিষন্নতা
              মূহুর্তেই গেল কেটে
মায়ের মতো ভালবাসা
              নেইতো পৃথিবীতে।

ফুলটা আমার হাতেই ছিল
               দিলাম তাঁর হাতে
ফুল পেয়ে অবাক মা
               হেসেই খুন তাতে।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের পেশাগত মর্যাদা চাই

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের পেশাগত মর্যাদা চাই

শিশুর মানসিক স্বাস্থ্য এবং ভালো থাকায় শিক্ষকের ভূমিকা

শিশুর মানসিক স্বাস্থ্য এবং ভালো থাকায় শিক্ষকের ভূমিকা

অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর হলে বেকারত্বের হার মারাত্মক হবে

অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর হলে বেকারত্বের হার মারাত্মক হবে