২০২৪-০৪-০১ ১৫:৩২:৩৯ / Print
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে নূরজাহান বেগম বিউটি যোগদান করায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জানা গেছে তিনি ২০১৯ সালে ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
১ এপ্রিল (সোমবার)উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ মাসুদ কবির ও সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি ফিরোজ আল মামুন,আনোয়ার হোসেন,মোস্তাফিজুর রহমান মোস্তাক, নাজমা আক্তার, কার্তিক সাহা। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব খান সাগর, সহ সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, মোশাররফ হোসেন মাসুদ,সোহেল রানা,আকিকুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন খোকন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজল কর্মকার,সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,অনুষ্ঠান সাজসজ্জা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য নূরজাহান বেগম বিউটি প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তখন তিনি নেত্রকোণা সদর উপজেলা রিসোর্স সেন্টার এ ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।
জানাগেছে নুরজাহান বেগম বিউটি ১৯৮৯ সালে এসএসসি এবং গৌরিপুর মহিলা কলেজ থেকে ১৯৯১ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ১৯৯৫ সালে সরকারী আনন্দমোহন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।১৯৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম শ্রেণিতে বিএড ডিগ্রী অর্জন করেন।
তিনি ২০০২ সালে জামালপুর সদর উপজেলা রিসোর্স সেন্টার এ ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন।পরবর্তীতে নেত্রকোনার মোহনগঞ্জ, নেত্রকোণা সদর ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে সফলতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।বর্তমানে তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত আছেন।
বিডিশিক্ষা/জাআ