ঢাকা, সোমবার, ১৩ মে ২০২৪

যে কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি এক সপ্তাহ বাড়লো

জাফর আহমেদ

২০২৪-০৪-২০ ১৬:০৩:০১ /


তীব্র তাপদাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। 

এই ছুটি ফলে আগামী ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। রমজান ও ঈদেন ছুটি শেষে আগামীকাল রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান  খোলার কথা ছিল। আজ শনিবার দুই মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোর পক্ষ থেকে পৃথকভাবে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধের ঘোষণা দিয়েছিল। কিছুক্ষণ পরে পৃথক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে কার্যত এই ছুটি হবে ২৭ এপ্রিল পর্যন্ত।

এ বিষয়ে যোগাযোগ করা হলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একজন উপপরিচালক জানান, মাউশির অধীন স্কুল ও কলেজগুলোর মতো তাদের অধীন মাদ্রাসাগুলোও ছুটি থাকবে। অর্থাৎ মাদ্রাসাগুলোও খুলবে ২৮ এপ্রিল।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক প্রথম আলোকে বলেন, তাঁরাও মাউশির অনুরূপ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

বিডিশিক্ষা/জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

তাপদাহের কারণে সোমবার ৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

তাপদাহের কারণে সোমবার ৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের নতন সময়সূচি

তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের নতন সময়সূচি