ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

তাতীহাটি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষ ও পুরাতন ভবন বিক্রি হবে

জাফর আহমেদ

২০২৪-০৬-২৮ ১৬:১৭:২০ /


শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রোপিত ২টি আমগাছ, ১টি মৃত আকাশমনি গাছ এবং  বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ভবন নিলামে বিক্রির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গত ২৬ জুন  উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  শ্রীবরদী উপজেলাধীন তাতীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রোপিত ২টি আমগাছ, ১টি মৃত আকাশমনি গাছ এবং তাতীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন গৃহ আগামী ০৯/০৭/২০২৪ খ্রি তারিখ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে (সোমেশ্বরী) প্রকাশ্যে খোলা নিলাম ডাকে বিক্রয় করা হবে। 

অগ্রহী ক্রেতাগণকে যথা সময়ে উপস্থিত হয়ে উক্ত নিলাম ডাকে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।  উল্লেখিত বিদ্যালয়ের মালামাল/গাছ গুলি নিলামে অংশ গ্রহণকারীগণকে সরজমিনে দেখার জন্যও অনুরোধ করা হয়েছে।

গাছ ৩টির সর্বনিম্ন মূল্য ২৩০৬৭/-(তেইশ হাজার সাতষট্টি টাকা) এবং পুরাতন গৃহের সর্বনিম্ন মূল্য ৪১৬৬৩০/-(চার লক্ষ ষোল হাজার ছয়শত ত্রিশ টাকা) নির্ধারণ করা হয়েছে।

বিডিশিক্ষা/এফএ

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

বিপিটিএ'র সভাপতি আবুল কাসেম এর বিধি বহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিপিটিএ'র সভাপতি আবুল কাসেম এর বিধি বহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিপিটিএ এর কেন্দ্রীয় সভাপতি কাসেম সাধারণ সম্পাদক শাহিন নির্বাচিত

বিপিটিএ এর কেন্দ্রীয় সভাপতি কাসেম সাধারণ সম্পাদক শাহিন নির্বাচিত

প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ে যা বাদ পড়ছে, যা যুক্ত হচ্ছে

প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ে যা বাদ পড়ছে, যা যুক্ত হচ্ছে