ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

নালিতাবাড়ীতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উল্টো রথযাত্রা

জাফর আহম্মেদ

২০২৪-০৭-১৫ ১৮:৩১:০২ /

ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জগন্নাথদেবের উল্টো রথযাত্রা।১৫ জুলাই সোমবার বিকাল ৫টায় নালিতাবাড়ী লোকনাথ মন্দির  সম্মুখ হতে উল্টো রথযাত্রা শুরু হয়ে নালিতাবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে গোপাল জিউর মন্দির সম্মুখে এসে এবছরের মতো সমাপ্তি ঘটে।

সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের এই রথযাত্রা।বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে নয়দিন ব্যাপী এই শ্রী শ্রী জগন্নাথ দেবের মহোৎসবের আয়োজন  করা হয়েছিলো।গত ৭ জুলাই রবিবার বিকাল ৩টায়  রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছিলো এই উৎসব। 

উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,জগন্নাথ হলেন জগতের নাথ বা অধীশ্বর। এই বিশ্বাস থেকেই রথের উপর মূর্তি নিয়ে যাত্রা শুরু করেন হিন্দু ধর্মাবলম্বীরা।

নালিতাবাড়ী সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব ও আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম,সহকারী পুলিশ সুপার(নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা,উপজেলা আওয়ামীলী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু,নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুল আলম ভূইয়া,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু যুগেন চন্দ্র রায়,শহর পুজা উদযাপন  পরিষদের সভাপতি বিবেক সাহা,শহর পুজা উৎযাপন  পরিষদের সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু,নালিতাবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব  ঐক্য পরিষদের সভাপতি কালাচাঁন পাল ও সাধারণ সম্পাদক  বিজয় চন্দ্র সিংহ,  সাংগঠনিক সম্পাদক পুলক রায় প্রমুখ।

বিডি শিক্ষা/জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ সরকার গোলাম ফারুক

শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ সরকার গোলাম ফারুক

শেরপুর জেলার ‘ছানার পায়েস পেলো জিআই পণ্যের স্বীকৃতি

শেরপুর জেলার ‘ছানার পায়েস পেলো জিআই পণ্যের স্বীকৃতি

যে কারণে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে  প্রশাসন

যে কারণে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন