ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল

জাফর আহমেদ

২০২৪-০৮-০৩ ১৪:২৮:০২ /


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল ঘোষণা করেছেন। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘গণভবনের দরজা খোলা।কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। ’
 
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে বলেন, সর্বজনীন পেনশন সংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাহার সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিয়েছেন।

এর আগে, গত ১ জুলাই থেকে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার নতুন কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসার পাশাপাশি ২০২৫ সালের পহেলা জুলাই থেকে অন্য সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এ স্কিমে নিয়ে আসার ঘোষণা দেন অর্থমন্ত্রী।

ইতোমধ্যেই স্বায়ত্তশাসিত, রাষ্ট্রীয় মালিকানাধীন এবং অন্যান্য কিছু সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা নতুন পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যায়িত করে প্রতিবাদ করেছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এর বিরুদ্ধে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন।

বিডিশিক্ষা/এফএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

 হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়েছেন অধ্যক্ষকে

হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়েছেন অধ্যক্ষকে

আবারও নতুন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন

আবারও নতুন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের  জোর করে  পদত্যাগ বন্ধ করতে হুশিঁয়ারি দিয়েছে মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জোর করে পদত্যাগ বন্ধ করতে হুশিঁয়ারি দিয়েছে মন্ত্রণালয়