ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ

জাফর আহম্মেদ

২০২৪-০৯-১২ ০০:০৯:৩৪ /

ফাইল ছবি

নতুন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন ড. মো. আব্দুল হাকিম। অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন নূর মো. শামসুজ্জামান। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন ডিজি পদায়নের এ তথ্য জাননো হয়। এদিকে ড. মো. আব্দুল হাকিম পদোন্নতিজনিত কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ছিলেন।

এর আগে বিতর্কিত সাবেক ডিজি আব্দুস সামাদকে আন্দোলনের মুখে দুপুরে ওএসডি করা হয়। কলোনী যুগের মানসিকতা নিয়ে তিনি অধিদপ্তরে কাজ শুরু করেছিলেন। সহকর্মীদের অনেকের সঙ্গেই তিনি অমানুষের মতো আচরণ করতেন বলে অভিযোগ ছিলো। 

এক পর্যায়ে অধিদপ্তরের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীরা মহাপরিচালককে প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেন। তখন থেকেই পালিয়ে থাকেন মহাপরিচালক। বিঘ্ন ঘটে দৈনন্দিন কাজে।  

গত মঙ্গলবার পর্যন্ত বিতর্কিত এই ডিজিকে অপসারণের দাবিতে ১৪তম দিনের মতো অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। 

ডিজিকে অপসারণ করা না হলে বুধবার থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। তবে এর মধ্যেই তাকে ওএসডি করার প্রজ্ঞাপন দেওয়া হয়।

বিডি শিক্ষা/জাআ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসছে মন্ত্রণালয়

প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসছে মন্ত্রণালয়

সারাদেশে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে

সারাদেশে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে

১১তম গ্রেডের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

১১তম গ্রেডের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা