ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

সেঁজুতি বিদ্যানিকেতনে নবান্ন উৎসব পালিত

স্বপ্না চক্রবর্তী

২০২৪-১১-১৭ ১১:০৩:৪০ /


'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসরে নবান্ন উৎসব ১৫ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় সেঁজুতি অঙ্গনে পালিত হয়েছে। 
'নবান্ন,আত্মার বন্ধন ও সামসময়িক প্রেক্ষাপট' শিরোনামে একুশে পাঠচক্রের ৬৭তম আসরে শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপনা করেন এডভোকেট সুধাংশু কালোয়ার,কণ্ঠস্বর এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল,কণ্ঠস্বর এর সম্পাদক প্রভাষক স্বপ্না চক্রবর্তী।সঞ্চালনা করেন শিক্ষক অরুপ দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন  সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক, শুভানুধ্যায়ী এবং সেঁজুতি সাহিত্য সংসদের সম্মানিত সদস্যগণ।

দ্বিতীয় পর্বে আসরে কবিতা আবৃত্তি করেন  একুশে দ্যুতি,গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিক্ষক শিল্পী সদানন্দ সরকার,সেঁজুতি সঙ্গীত একাডেমির শিক্ষক মনি গাঙ্গুলি,বিজয়া সাহা,সেঁজুতি সাহা,বৃন্দা সাহা,পৌসী সাহা,শায়ন সরকার,ইসরাত প্রমুখ।নৃত্য পরিবেশন করেন গুঞ্জা সাহা।অভিনয় করেন মিথিল,মাশুক,স্নেহা,নাঈম,শুভজিৎ ও অভি।নবান্ন উৎসবে শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও আলোচকগণ নবান্নের সাজে উপস্থিত ছিলেন।

বিডিশিক্ষা/এফএ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ সরকার গোলাম ফারুক

শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ সরকার গোলাম ফারুক

শেরপুর জেলার ‘ছানার পায়েস পেলো জিআই পণ্যের স্বীকৃতি

শেরপুর জেলার ‘ছানার পায়েস পেলো জিআই পণ্যের স্বীকৃতি

যে কারণে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে  প্রশাসন

যে কারণে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন