ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জাফর আহম্মেদ

২০২৪-১১-৩০ ১৬:৫৬:৩৫ /

ফাইল ছবি

 শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) আনুমানিক সকালের যে কোন সময়ের মধ্যে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের ওমর ফারুক এর ছেলে।

সূত্র জানায়, সকালে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন বাড়ির লোকজন। এর ফাঁকে কোন এক সময় শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আনুমানিক সাড়ে দশটার দিকে শিশু আব্দুল্লাহ এর জেঠি রাশিদা বেগম পুকুরপাড়ে গেলে আব্দুল্লাহ এর মরদেহ পানিতে ভাসতে দেখেন।

পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এসে মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ সরকার গোলাম ফারুক

শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ সরকার গোলাম ফারুক

শেরপুর জেলার ‘ছানার পায়েস পেলো জিআই পণ্যের স্বীকৃতি

শেরপুর জেলার ‘ছানার পায়েস পেলো জিআই পণ্যের স্বীকৃতি

যে কারণে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে  প্রশাসন

যে কারণে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন