২০২৪-১২-০৪ ০১:২৮:০৬ / Print
দেশের নান্দনিক স্থান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রে (রুইলুই ভ্যালি) পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তারের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসনের নোটিশে উল্লেখ করা হয়েছে, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।
আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এর আগেও কয়েক দফা সাজেকে ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল। টানা ৪৫ দিন বন্ধ থাকার পর গত ৫ নভেম্বর পর্যটকদের জন্য সাজেক উন্মুক্ত করে জেলা প্রশাসন।
সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, বুধবার সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে জারি করা নোটিশ পেয়েছেন। এরপর আগাম কোনো কক্ষ বুকিং নেওয়া হচ্ছে না। বর্তমানে সাজেকে দেড় শতাধিক পর্যটক রয়েছেন। তাঁরা বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ফিরতে পারেন বলে শুনেছেন।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সাজেক যাওয়ার রাস্তায় মাচালং এলাকার দিকে সকাল থেকে সারাদিন স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এ কারণে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। বুধবার সার্বিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।