২০২৪-১২-২৭ ২১:৩৫:১৬ / Print
জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় সুসঙ দুর্গাপুর বিজয়পুর চীনা মাটির পাহাড়ে অনুষ্ঠিত হয়েছে।
'ইতিহাসের মুক্তোয় মোড়নো সুসঙ রাজ্য ' শিরোনামে একুশে পাঠচক্রের ৭৩তম আসরে আইনজীবী সুধাংশু কালোয়ার এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন ভাঁজপত্র 'কণ্ঠস্বর' এর সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী।উপস্থাপনা করেন শিক্ষক, আবৃত্তিকার অরূপ দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মুসা কলিমোল্লাহ,ফারমার্স ইউনিয়ন অব নালিতাবাড়ী সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী,শিক্ষক ফোরামের সম্পাদক মাহমুদুল আহসান লিটন, সমাজ সেবক বাবলু সরকার,প্রভাষক মকবুল হোসেন,প্রভাষক আব্দুল হান্নান,প্রভাষক সুরঞ্জিত, প্রভাষক আল আমিন,শিক্ষক মরিয়ম আক্তার,শিক্ষক স্বপ্না বেগম,সমাজ সেবক সাব্বির হোসেন বাদশা প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন একুশে দ্যুতি,চন্দ্রিকা দ্যুতি,প্রাঞ্জল সাহা।