
২০২৪-১২-২৯ ২৩:১৮:২৯ / Print
গত ২৮ ডিসেম্বর (শনিবার) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে 'বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (বিপিটিএ)এর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।
কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন মোতাহার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট দেওয়ান হুমায়ন কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাহিদুজ্জামান গগন, ইঞ্জিনিয়ার এবি সরকার, ইঞ্জিনিয়ার মো. শওকত আলী, মো. বাবলুর রহমান, মোয়াজ্জেম হোসেন মানিক ও সংগঠনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে সব কাউন্সিলবৃন্দের মতামতের ভিত্তিতে দ্বিতীয়বারের মত আগামী ৪ বছরের জন্য মো. আবুল কাসেম সভাপতি ও মোস্তাফিজুর রহমান শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে সারা দেশের সব সাংগঠনিক জেলা ও উপজেলার থেকে কাউন্সিলর ও ডেলিগেটসরা অংশ নেন।
সংগঠনের নব নির্বচিত সভাপতি মোঃ আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সম্মেলনে অংশগ্রহণকারী সকল শিক্ষক নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিডিশিক্ষা /জাআ